ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তালায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
তালায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু 

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ সেপ্টম্বর) রাত ১১টায় ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

তানভীর তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে।

তিনি দু’বছর আগে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন।

প্রতিবেশীরা জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন ধরে প্যানক্রাইটিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের এক দিন পরই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।  

মঙ্গলবার সকালে তার মরদেহ তালাস্থ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।