bangla news

যাত্রাবাড়ীতে অপহৃত তরুণী উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০২ ৯:০৩:২৮ পিএম
অপহৃত তরুণীতে উদ্ধার করে র‌্যাব-১০, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ছবি: প্রতীকী

অপহৃত তরুণীতে উদ্ধার করে র‌্যাব-১০, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মো. ইসমাঈল (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৫ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে এক তরুণীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে সোনাইমুড়ি থানায় সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। 

এর আগে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর সুইপার কলোনির একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-১০ এর সার্জেন্ট ইমন সিনহা বাংলানিউজকে জানান, অপহরণকারী চক্রের সদস্য ইসমাঈলের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা করবেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হবে। 

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএমআই/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন :   র‌্যাব
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-02 21:03:28