ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভেজাল গুড় তৈরির দায়ে শিবগঞ্জে ২ ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ভেজাল গুড় তৈরির দায়ে শিবগঞ্জে ২ ফ্যাক্টরিকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: ভেজাল গুড় তৈরির দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ফ্যাক্টরিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিবনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদে বিকেলে ওই এলাকার শামিম হোসেন ও আব্দুস সালামের মালিকানাধীন দু’টি গুড় তৈরির ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে চিনি ও অপদ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও এর মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার দায়ে শামিমকে ৮০ হাজার ও সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।