ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আনোয়ারা বেগম ওই উপজেলার হরিপুর গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।

 

স্থানীয়রা জানায়, পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের পঞ্চায়েতের সঙ্গে ফকির মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এনিয়ে সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন আনোয়ারা বেগম সংঘর্ষের মধ্যে পড়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।