ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ: আহত ২০

ফিরোজ আমিন সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে শনিবার সকালে জমি নিয়ে দু’গ্র“পের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



প্রত্যদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টায় হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মনসুর আলীর জমিতে হাল দিতে যায়  ওই গ্রামের লুৎফর রহমান। এ নিয়ে দু’জনের কথাকাটাকাটি হয়। এক পর্যায় দু’পই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।

এর মধ্যে মনসুর, ওসমান, শের মোহাম্মদ, আমেরা খাতুন, আক্কাস, মাহামুদ, সাজেদা,মোস্তফা আলম, লুৎফর রহমান, সাহেদা, সহিদুল, সুকুরদি, জাহাঙ্গীর, সামাদ, মজিবর, ফিরোজা বেগমকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে মনসুর, আক্কাস ও সাজেদার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহাবুবুর রহমান।

আহত মনসুর বলেন, ‘আমার পৈত্রিক জমিটি লুৎফর হঠাৎ মালিকানা দাবি করে হাল দেয়। এনিয়ে সংঘর্ষ হয়। ’

অপর দিকে লুৎফর বলেন, ‘ওই জমিটি কিনেছি। প্রয়োজনীয় কাগজ পত্র আছে। এ ব্যাপারে থানায় অভিযোগও দিয়েছি। ’
 
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, সংঘর্ষের খবর পাওয়া গেছে। এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।