ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ অটোরিকশা চোর নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, সেপ্টেম্বর ২, ২০১৯
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ অটোরিকশা চোর নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা পুলিশের (ডিবি) সঙ্গে ‌‌‘বন্দুকযুদ্ধে' খলিল (৩৭) নামে এক অটোরিকশা চোর নিহত হয়েছেন। তিনি আন্ত঳জেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।

রোববার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের বাদেকল্পা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে চোরাইকরা দু’টি অটোরিকশা ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আন্ত঳জেলা অটোরিকশা চোর চক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। ডিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। পরে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।  

এসময় গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত খলিলের বিরুদ্ধে ৮টি অটোরিকশা চুরির মামলাসহ ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।  

বাংলাদেশ সময় ০২৩৫ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯ 
একে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।