ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ১৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ভোলায় ১৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার 

ভোলা: ভোলা শহরের একটি মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রেমরোড এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের পরিচ্ছন্ন কর্মী মসজিদের বাথরুমের ছাদ পরিষ্কার করার সময় একটি রঙের বালতিতে বালুসহ ককটেল সদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বালুভর্তি বালতিসহ কালো ও লাল টেপ মোড়ানো ১৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেন।

ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মনির হোসেন মিয়া বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো ককটেল সদৃশ। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি  সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেল সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।