bangla news

শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ স্কুলছাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০১ ৮:১৩:৪৭ পিএম
পানিতে ডুবে মৃত্যু-প্রতীকী ছবি

পানিতে ডুবে মৃত্যু-প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

রোববার (১ সেপ্টেম্বর) সকালে বড়ভিটা ইউনিয়নের আবদরিয়ারপাড় বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উত্তর বড়ভিটা বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্রের মেয়ে শ্যামলী রানী ও একই গ্রামের কানুরাম বর্মণের মেয়ে মনিষা রানী। শ্যামলী বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও মনিষা একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানায়, স্কুল বন্ধ থাকায় শাপলা ফুল তোলার জন্য তিন সহপাঠী বাড়ির পাশের ওই বিলে যায়। শ্যামলী ও মনিষা পানিতে ডুবে গেলে বিলের পাড়ে থাকা সহপাঠী সরস্বতী রানী বাড়িতে এসে খবর দেয়। এলাকার লোকজন ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নীলফামারী পানিতে ডুবে মৃত্যু
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-01 20:13:47