ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আহত পুলিশ সদস্যকে দেখে গেলেন র‍্যাবের ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
আহত পুলিশ সদস্যকে দেখে গেলেন র‍্যাবের ডিজি আহত পুলিশ সদস্যকে দেখে গেলেন র‌্যাবের ডিজি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মিরপুর রোডের সায়েন্সল্যাবরেটরি এলাকায় ককটেল হামলার ঘটনায় আহত পুলিশ সদস্য শাহাবুদ্দিনের খোঁজ-খবর নিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) ডিজি বেনজীর আহমেদ।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি ঢামেকে আসেন।

এসময় তিনি ঢামেকের ক্যাজুয়ালিটি বিভাগের পোস্ট অপারেটিভে থাকা আহত শাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেন।

একইসঙ্গে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

র‌্যাবের ডিজি ওই পুলিশ সদস্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জানান, আহত শাহাবুদ্দিনের পায়ে ফ্রাকচার আছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

এর আগে শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাবরেটরি মোড়ের পুলিশ বক্সের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।