bangla news

নবাবপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০১ ৩:১৭:১৯ পিএম
নবাবপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পদযাত্রা। ছবি: শাকিল আহমেদ

নবাবপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পদযাত্রা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পদযাত্রা ও লিফলেট বিতরণ করেছে নবাবপুর দোকান মালিক সমিতি।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে এ পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই)  পরিচালক খন্দকার মাইনুর রহমান।

পদযাত্রায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সদস্য শহিদুল ইসলাম স্বপন, নবাবপুর দোকান মালিক সমিতির সদস্যরা এবং এলাকার সাধারণ ব্যবসায়ীরা।

পদযাত্রা শেষে ব্যবসায়ী নেতরা নবাবপুরের বিভিন্ন দোকানে গিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সতর্ক করেন এবং সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এইচএমএস/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-01 15:17:19