ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজও রাজধানীর বিপণিবিতানগুলো পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
আজও রাজধানীর বিপণিবিতানগুলো পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ঈদের কেনাকাটাকে ঘিরে বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

দুপুর ১২টায় ফার্মগেট ‍গ্রিন সুপার মার্কেট পরিদর্শন করেন তিনি।

এছাড়াও মিরপুর ১০ নম্বর গোলচত্বর বুটিক মার্কেট, স্বাধীনবাংলা মার্কেট এবং দুপুর সোয়া ২টায় গুলশান এক নম্বর এলাকার ডিসিসি মার্কেট হয়ে উত্তরার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রীর সঙ্গে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হকসহ পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বেলা আড়াইটায় উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সে ঈদ-পূর্ব মার্কেটে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।