ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ট্রলি উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
পঞ্চগড়ে ট্রলি উল্টে শ্রমিক নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ে বালু লোড করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে ট্রলি উল্টে সামিনুর রহমান (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভারসহ আরও এক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (০১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতসাওদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিনুল ওই এলাকার এজাবুল হকের ছেলে।

আহতরা হলেন- ট্রলি ড্রাইভার সোহাগ (২৩), শ্রমিক সুজন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রলি নিয়ে সোহাগ, সুজন ও সামিনুর নদীতে বালু লোড করতে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাস্তার মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সামিনুর নিহত হন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ড্রাইভার সোহাগকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।