ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, সেপ্টেম্বর ১, ২০১৯
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থেকে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডাকাতকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের গোলাম রসুলের ছেলে।

গাংনী থানা পুলিশের উপ-পরিদর্শ (এসআই) শুভাষ চন্দ্র বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শহিদুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গাংনী থানায় ডাকাতি মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর তিনি ভারতে পালিয়ে যান। সাম্প্রতি ভারত থেকে ফিরে এসে ছদ্ম নামে দামুড়হুদা গ্রামে বসবাস শুরু করেন।  
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল শনিবার রাতে দামুড়হুদা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, শহিদুলকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
 
এদিকে, গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হেমায়েতপুর বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের বাদল বিশ্বাসের ছেলে আবুল হোসেনকে (৪০) আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।