ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গারা কিভাবে মোবাইল পেল খতিয়ে দেখা হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, সেপ্টেম্বর ১, ২০১৯
রোহিঙ্গারা কিভাবে মোবাইল পেল খতিয়ে দেখা হবে

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মোবাইল কিনতে গেলে জাতীয় পরিচয় পত্র লাগে। রোহিঙ্গাদের হাতে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র নেই। তারপরও তারা কিভাবে মোবাইল পেল খতিয়ে দেখা হবে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নেটওয়ার্ক আয়োজিত ‘ঢাকা ডকল্যাব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের হাতে কে বা কারা মোবাইল দিল আমরা পরোখ করে দেখবো। ’

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘সীমান্ত পেরিয়ে কেউ যাতে না আসতে পারে, সে বিষয়ে সীমান্তে শক্ত ব্যবস্থাপনা আমাদের আছে। ’

তিনি আরও জানান, ‘যেসব এনজিও রোহিঙ্গা এলাকায় দেশ বিরোধী কাজ করছে, তাদের চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিয়েছি। ’ 

এমন ৪১টা এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ড. মোমেন।

বাংলাদেশ সময়: ০৩২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।