ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা করতে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
স্বাস্থ্য পরীক্ষা করতে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

ঢাকা: নিয়মিত মেডিকেল চেকআপ করতে আট দিনের সফরে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় বেলা ৩টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মিত মেডিকেল চেক আপের জন্য শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এদিন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকার কূটনীতিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওয়াজতুর্ক, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানবার হোসেন প্রমুখ।

রাষ্ট্রপতি আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমইউএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।