ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
চকরিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার (৩১আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের দক্ষিণ বালুরচর ও পাগলির বিল এলাকায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার নুর আহামদের ছেলে নুরুল আবছার (৩৮) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকার রাম হরি মল্লিকের স্ত্রী শেলী মল্লিক (৫১)।  

স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, নুরুল আবছার মৎস্য প্রকল্প থেকে মাছ নিয়ে বাজারে যাচ্ছিলেন; সে সময় পথিমধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

অন্যদিকে শেলি মল্লিক বাড়ির উঠোনে গোয়াল ঘরে গরু ঢোকানোর সময় বজ্রপাতের শিকার হয়ে মারা যান।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু, তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ৩১,২০১৯
এসবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।