ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে সিএনজিচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
রূপগঞ্জে সিএনজিচালক হত্যা মামলার আসামি গ্রেফতার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক আলম মিয়া হত্যা মামলার আসামি রাজা মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া সিএনজিচালিত আটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, রাজা মিয়াকে গ্রেফতারের সময় ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার রাজা মিয়া উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহত সিএনজিচালক আলম মিয়ার বাড়ি সোনারগাঁ উপজেলার ষোল্লাপাড়া এলাকায়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, গত ২১ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে সিএনজিচালক আলম মিয়া যাত্রী নিয়ে মুড়াপাড়া যাচ্ছিল। সিএনজি নিয়ে মীর সিমেন্ট কারখানার সামনে পৌঁছালে যাত্রীবেশে একদল দুর্বৃত্ত আলম মিয়াকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে সিএনজিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাই করে চলে যায়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আলম মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় সিএনজিচালক আলম মিয়ার স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।