ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২২ ঘণ্টা পর উদ্ধার হলো ভাষা শহীদ বরকত

কাওড়াকান্দি-মাওয়া রুটে ডুবোচরে আটকা পড়েছে শাহ মখদুম

ফারহানা মির্জা ও এম আর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০
কাওড়াকান্দি-মাওয়া রুটে ডুবোচরে আটকা পড়েছে শাহ মখদুম

মুন্সীগঞ্জ ও মাদারীপুর: মাওয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার ডুবোচরে আবারও আটকা পড়েছে রো রো ফেরি শাহ মখদুম।

কাওড়াকান্দি ঘাট থেকে ২৫টি ছোটবড় যাত্রীবাহী বাস, ৮টি প্রাইভেট কার ও দু’টি ট্রাক নিয়ে মাওয়া যাওয়ার পথে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের কাছে নতুন ডুবোচরে ফেরিটি আটকা পড়ে।



ফেরিটিতে ৬ শতাধিক যাত্রী রয়েছে বলে জানান মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক।

ফেরিটির মাস্টার ইনচার্জ আ. মান্নান বলেন, ‘কর্তৃপরে দিক নির্দেশক মার্কিং সঠিকভাবে না লাগানোয় ফেরিটি কাওলিয়ারচর-কবুতরচর-হাজরা চ্যানেলের টার্নিংয়ে ডুবোচরে আটকে পড়েছে। ’

উদ্ধারকারী দু’টি আইটি জাহাজের সাহায্যে উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় একই রুটে আটকে পড়া রো রো ফেরি ভাষা শহীদ বরকত প্রায় ২২ ঘণ্টা পর শনিবার ভোরে উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি’র মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, কয়েক মাস আগে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলে খনন করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে নতুন করে পলি পড়ে ডুবোচর জেগে ওঠে। শুক্রবার রাত ১টার দিকে রো রো ফেরি শাহ মখদুম কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো আটকা পড়ে এ ডুবোচরে। শনিবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

উল্লেখ্য শুক্রবার সকাল ৮টার দিকে একই স্থনে রো রো ফেরি শাহ মখদুম আটকা পড়ে। কিন্তু অল্প সময়ের মধ্যে তা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।