bangla news

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-৩১ ৮:১৫:২৩ পিএম
 হাবিবুর রহমান

হাবিবুর রহমান

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (২৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান যশোর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর- আর্টি-১৮০৭৪ ও সেনা নং-১২৩৩২৯১। তিনি কুষ্টিয়া জেলার কুমারভোগ গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, যশোর সেনানিবাস থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ায় যাচ্ছিলেন হাবিবুর রহমান। তিনি কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এলে একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা ঝিনাইদহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-31 20:15:23