ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শকে খুনিচক্র হত্যা করতে পারেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, সেপ্টেম্বর ১, ২০১৯
বঙ্গবন্ধুর আদর্শকে খুনিচক্র হত্যা করতে পারেনি

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শারীরিকভাবে হত্যা করা হলেও তার আদর্শকে খুনিচক্র হত্যা করতে পারেনি। 

শনিবার (৩১ আগস্ট) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তারাই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারেনি।

তি‌নি বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। তাই বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ নিয়েই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ দ্রুত উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন।  

এতে আরও বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয় পার্টির (জাপা) মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, আব্দুল হালিম সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।