bangla news

সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-৩১ ৫:৪৪:১০ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মালিবাগে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ার পর বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন হেমায়েত হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে মালিবাগ কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় হেমায়েতকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

হেমায়েত হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রাওগা গ্রামের ফিরোজ ব্যাপারীর ছেলে। তিনি পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় ভাড়া থেকে ফার্নিচারে ব্যবসা করতেন।

হেমায়েতের ভাই মো. ইয়াকুব আলী ব্যাপারী বাংলানিউজ জানান, রামপুরায় ফার্নিচারের দোকান রয়েছে হেমায়েতের। তিনি মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানেন না ইয়াকুব। তবে এটা জেনেছেন, গাড়ির ধাক্কায় আহত হন হেমায়েত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, দুপুরে হেমায়েত হোসেন মালিবাগের কাঁচাবাজার সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে একটি বাস তাকে চাপা দেয়। এতে হেমায়েত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এজেডএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-31 17:44:10