ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যপরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি। ছবি: পিআইডি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার সকালে (৩১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডনের মুরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৮ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা।

শনিবার সকালে রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকার কূটনীতিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওয়াজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরির্দশক (আইজিপি), ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানবার হোসেন প্রমুখ।

রাষ্ট্রপতি এর আগে চলতি বছরের মে মাসেও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ