ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেক হাসপাতালে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
খুমেক হাসপাতালে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার (৪৫) নামে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে খুলনায় ডেঙ্গুরোগে মোট সাতজনের মৃত্যু হলো।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

মৃত শিল্পী তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গুরোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শিল্পী আক্তার খুমেক হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। এই নিয়ে খুলনায় মোট ৭ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৩১,  ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।