ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে স্বামীর মৃত্যু, স্ত্রী দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
গাইবান্ধায় অগ্নিকাণ্ডে স্বামীর মৃত্যু, স্ত্রী দগ্ধ

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে খোকন মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী জুঁই বেগম (৪৩)।

শনিবার (৩১ আগস্ট) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়ার মৃত্যু হয়।

তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার এলাকার মতিয়ার রহমান বাদশার ছেলে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে গ্যাসের লিকেজ থেকে ওই দম্পতির বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে স্বামী-স্ত্রী দু’জনেই দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  

পরে আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে খোকন মিয়ার মৃত্যু হয়। স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।  

শনিবার (৩১ আগস্ট) বাদ আছর নিজগ্রামে খোকন মিয়ার দাফনের প্রস্তুতি চলছে বলে জানান স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।