bangla news

কামারখন্দে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-৩১ ১২:৪৯:১৩ পিএম
সড়ক দুর্ঘটনা।  ছবি: প্রতীকী

সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাপায় সাহেব আলী শেখ (৫২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-নলকা চার লেন মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী শেখ সলঙ্গা থানার পূর্ব মথুরাপুর গ্রামের বাসিন্দা। 

কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মহাসড়কের পাশে কুটির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের সংস্কার কাজে নিয়োজিত ছিলেন নির্মাণ শ্রমিক সাহেব আলী। তিনি রাস্তা পার হতে গেলে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-31 12:49:13