ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পত্নীতলায় প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, আগস্ট ৩১, ২০১৯
পত্নীতলায় প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় আদিবাসী প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার গুপিনগর গ্রামের সুধীর হেমরম এর ছেলে জয় হেমরম (১৬) ও একই গ্রামের ফ্রান্সিস মুর্মু’র মেয়ে কাজলী  মুর্মু (১৭)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বাংলানিউজকে জানান, সকালে গুপিনগর আদিবাসী পাড়ার পাশে ঈদগাহ ময়দানের একটি গাছে তাদের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ দু’টো উদ্ধার করে। এদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল বলে জানান ওসি। তবে কেন এবং কি কারণে তারা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পরে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।