ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় দুই মাদকসেবকের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
পাথরঘাটায় দুই মাদকসেবকের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত যুবকরা। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৩১ আগস্ট) সকালে পাথরঘাটা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে।  

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মৃত বাবুল খানের ছেলে মো. সজিবকে (২৩) এক বছর ও রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাকির শিকদারের ছেলে মো. শাওনকে (১৮) ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, রাতে নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া জলিলের বাড়ি সংলগ্ন ব্রিজের উপরে বসে দু’জন গাঁজা সেবন করছে। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের ও একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।