ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
হাতীবান্ধায় নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বিথী বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিবাজার পশ্চিম বিছনদই এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত বিথী বেগম ওই এলাকার মাসুদ রানার স্ত্রী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ বাংলানিউজকে জানান, ওই এলাকার মতিউর রহমানের ছেলে মাসুদ রানার সঙ্গে ভুল্লারহাট এলাকার বিথী বেগমের ৭ মাসে আগে বিয়ে হয়। শুক্রবার দুপুরে বিথী বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে যান। এ সময় পানির স্রোতে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।