ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় গ্রামবাংলার ঐতিহ্যের কুস্তি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
নেত্রকোনায় গ্রামবাংলার ঐতিহ্যের কুস্তি প্রতিযোগিতা কুস্তি প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যের জনপ্রিয় খেলাগুলোকে পুনরুজ্জীবিত করতে নেত্রকোনায় কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদরের কৃষ্ণাখালি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী ৬৪ জন কুস্তিগির অংশ নেন।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩২ কুস্তিগিরের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, গরু, খাসি, মোবাইল ও ছাতা তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী তোবারক হোসেন প্রধান।  

এছাড়াও প্রবীণ কুস্তিগির কাছম উদ্দিন, মো. আকবর, লাল চাঁন, আনু মিয়া উপস্থিত ছিলেন। হাজারো দর্শক দীর্ঘসময় দাঁড়িয়ে কুস্তি প্রতিযোগিতা উপভোগ করেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।