ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রৌমারী সীমান্তে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
রৌমারী সীমান্তে ইয়াবাসহ আটক ১

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্ত এলাকা থেকে ৩৯৫ পিস ইয়াবাসহ মাহুবর রহমান (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের সীমান্তবর্তী চর গয়টাপাড়া থেকে তাকে আটক করা হয়। মাহুবর দাঁতভাঙা ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের লাল বাহাদুর আলীর ছেলে।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দাঁতভাঙা সীমান্তে অ‌ভিযান চালায় বি‌জি‌বি সদস্যরা। এসময় আর্ন্তজাতিক মেইন পিলার ১০৫৩ এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর গয়টাপাড়া এলাকা থেকে মাহুবরকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৩৯৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাহুবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯ 
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।