ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: ২৪ ব্যাটালিয়নের অভিযুক্তের শুনানি আজ

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত সদস্যদের বিচারের শুনানি শুরু হচ্ছে আজ।

পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ সকাল ৯টায় ৬৬৭ বিডিআর সদস্যের শুনানি শুরু হবে।



বিডিআর সদস্যরা পিলখানার সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিদ্রোহ করে। ওই বিদ্রোহের ঘটনায় নিহত হন বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন।

বিডিআরের বিদ্রোহী সদস্যদের বিচারের জন্য গত বছরের নভেম্বর মাসে ঢাকায় দুটিসহ ৬টি বিশেষ আদালত গঠন করা হয়। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড।

ওই মামলায় ফেনী, সাতীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে স্থাপিত আদালতের রায়ে এরই মধ্যে অনেক বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।