ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজদিখানে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
সিরাজদিখানে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাছেদ বাংলানিউজকে জানান, স্বাভাবিক গতিতে ৪০-৫০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে শিমুলিয়াঘাট হয়ে বালিগাঁও যাচ্ছিল।

হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে বাসটি উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে।  

এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।