bangla news

গাজীপুরে ঝুট গুদাম-বাড়িতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-৩০ ২:৪১:৩৩ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় ঝুট গুদাম ও বাসাবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে জানান, দুপুরে আমবাগ এলাকায় প্রথমে হান্নান মিয়ার কাটুনের গুদামে আগুন লাগে। পরে পাশের তানভীর ও পলাশের ঝুট গুদাম এবং একটি বাসাবাড়ির তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুরের দু’টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
আরএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   আগুন গাজীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-30 14:41:33