ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে চলছে ১২ ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে চলছে ১২ ফেরি নদীতে চলছে ফেরি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে গত দু’দিন ধরে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। দু’দিন ধরে ওই নৌরুটে মাত্র তিন থেকে চারটি ফেরি চলাচল করেছিল। তবে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে ফেরি চলাচলে কিছুটা উন্নত হয়েছে। সকাল থেকে ওই রুটে ১২টি ফেরি চলাচল করছে বলে ঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে নাব্যতা সংকট থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সংকট নিরসনে খননকাজও চলছে চ্যানেলে।

বৃহস্পতিবার সকাল থেকে রো রোসহ ১২টি ফেরি চলাচল করছে।

এদিকে গত দু’দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষারত পরিবহনের চাপ বেড়ে গেছে।

বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, ফেরি চলাচল কিছুটা উন্নত হয়েছে গত দু’দিনের চেয়ে। সকাল থেকে ১২টি ফেরি চলছে। তবে, নাব্যতা সংকট এখনো রয়েছে। চ্যানেলে কোনো কোনো ফেরির তলদেশে ঘঁষা লাগছে মাটির সঙ্গে। তাই ঝুঁকি নিয়ে চ্যানেল অতিক্রম করছে ফেরিগুলো।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad