ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সীসা সংরক্ষণ করায় কারখানা সিলগালা, মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
সীসা সংরক্ষণ করায় কারখানা সিলগালা, মালিককে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা সংরক্ষণ করার অপরাধে এ কে ট্রেডিং নামে একটি কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

জাকির হোসেন বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এ কে ট্রেডিং কারাখানটি দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে সীসা সংরক্ষণ ও বিপণন করে আসছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানা মালিক মিলনকে ৪০ হাজার টাকা জরিমানা করে স্থায়ীভাবে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে ওই কারখানায় কর্মরত শ্রমিকদের কারখানায় কাজ করবে না মর্মে মুচলেকা রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।