ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৃহবধূর লাশ উদ্ধার করেছে তুরাগ থানার পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: রাজধানীর তুরাগ থানার পুলিশ সুমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। তার স্বামীর নাম নাছির উদ্দিন।

তুরাগ থানার কালিয়ারটেক এলাকায় আনোয়ারুল হকের বাড়িতে তারা ভাড়া থাকতেন।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সুমির লাশ সকাল সাড়ে ১১টায় তার বাড়ি থেকে উদ্ধার করা হলেও সন্ধার পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’
 
রুমির পরিবারের সদস্যরা দাবি করেন, তাকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে।

যৌতুকের জন্য অত্যাচার করার অভিযোগে সুমি ২০০৯ সালে তুরাগ থানায় তার স্বামী নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন বলেও তারা জানান।

এ ব্যাপারে তুরাগ থানায় একটি অপমূত্যুর মামলা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।