ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দেড় মাস ডেঙ্গুর সঙ্গে লড়াই করে হারলেন হাফিজুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
দেড় মাস ডেঙ্গুর সঙ্গে লড়াই করে হারলেন হাফিজুল

ময়মনসিংহ: ডেঙ্গুর সঙ্গে প্রায় দেড় মাস লড়াই করে অবশেষে হার মানলেন হাফিজুল (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী।

বুধবার (২৮ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান হাফিজুল। তিনি ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, প্রায় দেড়মাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন হাফিজুল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তিও ছিলেন বেশ কয়েকদিন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ঈদের আগে বাড়ি নিয়ে আসা হয় হাফিজুলকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থা খারাপ হলে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে ভর্তি না করে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় হাফিজুলের।  

তবে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর জানা নেই বলে জানান মমেক  হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান সেলিম।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।