ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলায় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ভোলায় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে পারুল বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের উত্তর দালালপুর গ্রামে তিনি অগ্নিদগ্ধ হন। পরে রাত ৮টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, বোরহানউদ্দিন উপজেলার উত্তর দালারপুর গ্রামের বাসিন্দা পারুল। তার স্বামী ইকবাল হোসেন দেড় বছর আগে হেপাটাইটিস-বি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি নিজেও এ রোগে আক্রান্ত ছিলেন। স্বামীর মৃত্যুর পর এক ছেলেকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ছেলেও মায়ের কথা শুনতো না। এক পর্যায়ে কিছুটা মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন পারুল।

মঙ্গলবার বিকেলে নিজের ঘরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়না তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।