ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ মোল্লা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কলেজ রোড এলাকার জসিম মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ একই এলাকার মৃত আনসার মোল্লার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকার জসিম মাতুব্বরের বাড়িতে একটি টিনশেড ঘর নির্মাণে শ্রমিকের কাজ করছিল মাসুদ মোল্লা। এসময় একটি বিদ্যুতের তার মাসুদের হাতে লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার বাংলানিউজকে বলেন, কলেজ রোড এলাকার জসিম মাতুব্বরের টিনশেড ঘরে শ্রমিকের কাজ করছিল মাসুদ। ওই বাড়িতে কাজ করা অবস্থাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

এ বিষয়ে মাসুদের পরিবার যদি থানায় অভিযোগ করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।