ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী রুটে স্বাভাবিক হয়নি ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
কাঁঠালবাড়ী রুটে স্বাভাবিক হয়নি ফেরি চলাচল

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে ব্যাহত হওয়া ফেরি চলাচল এখনও স্বাভাবিক হয়নি বলে রাত পৌনে ১০টায় বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা।

তিনি জানান, লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় বেশিরভাগ ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় এ সমস্যা নিরসনের সম্ভবনা খুবই কম। বর্তমানে দুইটি কে-টাইপ ও দুইটি ছোট ফেরি চলাচল করছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর টার্নিং পয়েন্টে তীব্র আকার ধারণ করেছে নাব্যতা সংকট। চ্যানেলে পানি কম থাকায় রো রো, ডাম্পসহ বেশিরভাগ ফেরি চলতে পারছে না।

এদিকে ফেরি চলাচলে এই অচলাবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহনের যাত্রীরা। ঘাট এলাকায় আটকে রয়েছে অসংখ্য পণ্যবাহী পরিবহনও। কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুট ব্যবহারকারীদের অনেকেই বিকল্প পথ পাটুরিয়া-দৌলতদিয়া ব্যবহার করছে বলেও জানা গেছে।

বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বাংলানিউজকে বলেন, নাব্যতা সংকটের কারণে মাত্র চারটি ছোট ফেরি চলাচল করছে। সংকট কখন নিরসন হবে তা বলা যাচ্ছে না। দুপুর থেকে চ্যানেলে পানি খুবই কমে গেছে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।