ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
গোপালগঞ্জে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু ছবি : প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদা বেগম (৩৫) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মুত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর সোয়া ৫টায় তিনি মারা যান। এর আগে সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।

মাহমুদা বেগম পিরোজপুর জেলার নাজিরপুরের আমির হোসেনের স্ত্রী।  

গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদ বাংলানিউজকে জানিয়েছেন, মৃত্যুর পর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেছেন।

গোপালগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর হাসপাতালে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আত্রান্ত হয়ে ২৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২১২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২২ জন ডেঙ্গু রোগী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৪ জন।

বাংলাদেশ সময়: ২১২৯, আগস্ট ২৭, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad