ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
বরিশালে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ব‌রিশাল:  বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।

এদিকে বরিশাল নগরের রসুলপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলশা) বিমল চন্দ্র দাস জানান, ধ্বংস হওয়া সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

অভিযানে কোস্টগার্ডের এস জি পিও (এক্স) এস এনামুল হক উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।