ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা

রাঙামাটি: রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় মো. নাসিম (১৯) নামে এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় ৯ দিনের মাথায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 

সোমবার (২৬ আগস্ট) রাজস্থলী থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া মামলাটি দায়ের করেন।

>>>আরও পড়ুন...রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৮ আগস্ট) রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনাবহিনীর একটি টহল দলের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা।

এতে সৈনিক মো. নাসিম গুলিবিদ্ধ হন। আহত হন আরও একজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। এ ঘটনার নয়দিনের মাথায় পুলিশ বাদী হয়ে আসামিদের অজ্ঞাত দেখিয়ে বিস্ফোরক দ্রব্য ৩/৪ ধারায় মামলা দায়ের করে।  

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান বাংলানিউজকে বলেন, মামলার মাধ্যমে আসামিদের ধরতে আমাদের সহজ হবে। বর্তমানে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ সবরকম চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।