ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে খোয়াই নদীতে তলিয়ে গেছে এক যুবক

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে এক যুবক। দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টা করেও ডুবুরি দল তার কোনো সন্ধান পায়নি।



তলিয়ে যাওয়া যুবকের নাম মানিক মিয়া (২২)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় খোয়াই নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।

এলাকাবাসী জানান, হবিগঞ্জ দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে সিলেট থেকে দমকল বাহিনীর একটি ডুবুরি দল প্রথমে ঘটনাস্থল এবং পরবর্তীতে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরবর্তী মাছুলিয়া নামক স্থানে ২য় দফা অভিযান চালিয়ে রাত ১০টায় উদ্ধার কাজ বন্ধ করে।

হবিগঞ্জ দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক করিম উদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হয়েছে। আগামীকাল শনিবার আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।