ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: যমুনা নদীয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা এলাকায় স্পার বাঁধের পাশে যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো জাকির হোসেন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।