ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি বাসে অগ্নিসংযোগসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভোগড়া চৌধুরী বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খাইরুল ইসলাম (২৩)।

তিনি ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ঢাকাগামী একটি বাস খাইরুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয় ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এসময় ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।