ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু: গোসাইরহাটে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ডেঙ্গু: গোসাইরহাটে কলেজছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দাদন মৃধা (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 
 

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দাদন উপজেলার মাছুয়াখালী গ্রামের জামাল মৃধার ছেলে।

তিনি সামসুর রহমান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।  

শরীয়তপুরের সিভিল সার্জন ড. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে দাদন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৫ আগস্ট) বিকেলের দিকে অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় দাদন।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।