ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাংরাইল ওয়াবদা এলাকা থেকে সিআর মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেন হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে তাকে তাকে গ্রেফতার করা হয়।  ফারুক উপজেলার পশ্চিম হোগলপাতি গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাবুব আলম বাংলানিউজকে জানান, ২০১৭ সালের সিআর ৩৬/১৭ মামলায় খুলনা মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত-২ বিচারিক হাকিম আসামি ফারুককে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, গ্রেফতার আসামি ফারুক দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।