ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতদিয়ায় সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
দৌলতদিয়ায় সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সিমেন্ট বোঝাই একটি বলগেট (মালবাহী ট্রলার) ডুবে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়া এলাকার পদ্মা নদীতে ‘আল্লাহর দান’ নামে ওই বলগেটটি ডুবে যায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বলগেটটি সকালে ডুবলেও দুপুরে খবর পাই।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। তবে বলগেট ডুবিতে কেউ নিখোঁজ বা আহত হননি। সবাই নিরাপদে তীরে উঠে এসেছেন।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে বলগেটটি ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ির দিকে আসছিল। হঠাৎ দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় বলগেটে থাকা শ্রমিকদের সবাই স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠে আসতে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।