ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ সেপ্টেম্বর থেকে ইসিতে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
৬ সেপ্টেম্বর থেকে ইসিতে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

গত ২৬ জুলাই ১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেয় ইসি। মোট ৮টি পদে লিখিত পরীক্ষায় ১ হাজার ৭১২জন উত্তীর্ণ হন।

নির্বাচন কমিশন ঘোষিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কম্পিউটার ব্যবহারি পরীক্ষা নিকস ফ্রন্টে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা নেওয়া হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ষষ্ঠ তলার ৫০৪ নম্বর কক্ষে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় বাছাই পরীক্ষা ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র দেখাতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

কার মৌখিক পরীক্ষা কবে তা জানতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad